বুধবার, ২১ অক্টোবর, ২০২০

হাসিদা মুন


হাসিদা মুন

সংখ্যার বাণিজ্য

বাচাঁর ব্যবসা মাথায় করে প্রতিদিন আমরা নিয়ে বেড়াই,
তাতে গচ্ছিত একে অপরের অতীত
কোথা থেকে কোথায় ,
কোথায় হয়েছে হাঁটা
একে অপরের হাতে কি কি ধরা আছে , ছিলো-
চোখে দেখে বা না দেখেও বিভিন্ন মুল্যমানে
সেসব কিনে নিতে চাই

কথা বলতে পারার যে কায়দা শিখেছি
তা ই বলার বিষয়ে বাইরে জানাতে মঞ্চও কিনে নিই
আমাদের নিজের সম্পর্কেই সমস্ত শব্দ দিয়ে সাজাতে যাই,
আমাদের ভাষা আমাদের পূর্বপুরুষদের
এক একজনের শব্দের বহর -
টেনে আনি সেইসব শব্দেরই পূনঃপ্রচার করতে
কেউ একজন সক্রেটিস বহন করে
কেউ করছে হেমলক সেলাই ...

সাহস করছে মেরামতের প্রয়োজনে লাগসই মেরামত
কেউ ভাংচুরে সংগীত তৈরি করার চেষ্টা করছে
তেলের ড্রামে এক জোড়া কাঠের চামচ দিয়ে
সলো, বুম বক্স, হারমোনিকা, ভয়েস অব-সহ
প্রদর্শনী অপেক্ষা করছে আগন্তকের চোখে মুখে ...

গার্মেন্টস গার্ল অপেক্ষা করছে টংগিমুখী তোবড়ানো হলারের,
কৃষক পরিবর্তিত মেঘমালার আকাশ বিবেচনা করে বীজে হাত রাখছে
শ্রেণীকক্ষে শিক্ষক চেঁচিয়ে বলেছেন- বইখাতা বের করে - শুরু কর্ !
আমরা কথা বেচে বেচে আরো কিছু কথা কিনি
কথাদের মুখোমুখি কথারা নতমুখে দাঁড়ায় কিংবা বীরদর্পে ...

ক্ষয়ে যাওয়া শিলালিপি পিরামিডের গা'য় আটকানো
চিটচিটে অশ্লীল পর্ণ
মসৃণ কাব্য
ফিসফিসড্ বা ঘোষিত নিউজ পোর্টাল
শব্দ বিবেচনায় সংবাদ  আদেশ  মিলিয়ে
তড়বড় করে সরে যাওয়া  বাঘা বাঘা হেডলাইন
পুনর্বিবেচনা আলোচনার আপোষের  মহড়া
যথাযথ   উর্ধতন কর্মকর্তাদের  কান্ডজ্ঞানহীনতা
হাভাতেদের বখরার  তুলকালাম  দিনলিপি
মিনমিনে গলায় পাতানো 
টক্ টক্ টকশো ...

আমরা ময়লা রাস্তা ঘাট মহাসড়কগুলি চিহ্নিত করি
আমাদের নিরাপদ থাকার জায়গা খুঁজে পাওয়া দরকার
আমরা এখনও যা দেখতে পাই না তার মধ্যেই আমরা চলি
স্পষ্ট করে বলি এই দিনটির জন্যই কি অপেক্ষা ছিলো
অনেকেরই যখন মৃত্যু হয়েছে
আমাদের এমন কোথাও নিয়ে আসা হয়েছে
জীবিতরা  মৃতদের নাম না স্মরণে রেখে - সংখ্যায় গুনে  চলেছি ...







ময়না তদন্ত

চুমুর ময়নাতদন্ত করবো ,
একটা ল্যাব কোট চাই -
কেউনা আবার দেখে ফেলে
অনেক চুমুর ছাপ আমার
 এই  পরিচ্ছদের গা'য় ......






ভাদ্দুরের   আঙিনায়

ভারী একটা মেঘ এইমাত্র অনুমতি দিয়ে গ্যালো
কাল সকালে এসে বৃষ্টি নামাবে-
নীল ঘাসফুল আলপথ বরাবর নেচে নেচে দুঃখ প্রকাশ করবে
কলম আমার সাথে তার বিষাদ শেয়ার করে নেবে আড়াআড়ি কিছু অক্ষর লিখে দিয়ে...
বায়ুমন্ডল ও ভূমন্ডলের তাপে
ভস্মীভূত ভাইরাস কাঁপে

মাঝখানে পুড়ে যাচ্ছে জ্বলন্ত বন - মানুষের মন
দাবানলের আগুনে ভাষায় ছাই হয়ে অভিযোগগুলির দীর্ঘ সূচকে ছড়িয়ে দিয়ে যাচ্ছে অনুচ্চারিত কিছু কথা
কিছু অসন্তুষ্টির তাপ
কিছু বিষাক্ত সাপ
কিছু অপরাধী ক্যাকটাস
কিছু অজানা বিষাক্ত সুবাস

প্রতিরক্ষার উপলব্ধিতে বিষন্নতা থাকার কোন অধিকার নেই
তারা জেনেছে দু:খজনক অবস্থা নির্দোষ প্রসিকিউটর,
বার্ষিক ক্যালেন্ডারের এই এখনকার সময় হচ্ছে জুরি-
ব্যথাকেই আপাতত সর্বশক্তিমান বিচারক ভেবে নিয়েছে ...
কেন এটা করা উচিত নয়
কেন বিরক্ত হতে হয়
কেন অগণিত ভয়
কেন বাস্তব ভাগ্য'র অশুভতা ?

সন্তুষ্টির মহিমায় সীমাহীন অনুগ্রহ হয়ত অনুভূত হয়নি
মুখের দিকে সম্মানিত দৃষ্টিতে তাকানো আছে অসংখ্য মুখ
ঝাপসা দৃষ্টিতে দূরে অসন্তোষ বসা,
নিজের স্বার্থে ভুক্তভোগী খরচ
মোট ক্ষতির পরিমাণ
কি করতে কি সঙ্ঘটিত করেছে
কিংবা বোকা পছন্দের বেকসুর কষ্টকেই কি আমন্ত্রণ দিয়েছে
সম্ভাবনা সব সময় দুই রকমের হতে পারে-
অনুভূত হতে পারে না যা,
আর যা হতে পারেনা 

এক মাইল দূরে ঘাসবনে আমার কানের দুল পড়ে গিয়েছে অজান্তে,
যেখানে রেল লাইনের ব্রীজের নিচের খালে অসহায় মাছ
ডান কাতে ফিরে আকাশের দিকে একচোখে চেয়েছিলো
এসবের সারাংশ   কিছু না জেনেই,
ধান ক্ষেতে সড়সড় করা আমনের ছড়া দুলানো বাতাস বইছে 
নীরবতায় সোনালী রঙে নবান্নের ঘ্রাণে  ভাদ্দুরে উর্বরতা
ঝরে পড়বে সবুজ শ্যামল  ধুলো মাখা   আঙিনায়     ....