মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

তৈমুর খান


তৈমুর খান

দেশ

আমাকে দেখাও দেশ

দেশের ভেতর মানব।

মানবের বাইরে আর কী থাকে?

কী থাকে গৌরব?


মুঠো মুঠো মাটির পিপাসা

যৌবনের রক্তে ডুবে যায়

নিয়তি তবুও কেন ঈশ্বর?

কেন অসহিষ্ণু সব ভাষা?


ভাষা তবুও শেকড়

প্রাণের নিরন্তর উচ্চারণ থেকে

তার পুষ্প পাতা কল্লোলিত হতে জানে

অনেক স্বপ্নের জ্যোতিষ্ক কণা তাতে


দেশ। অভিমুখে অনন্ত বাসনা

তীব্র উচ্ছ্বাসে ঘোর নামে

পূর্বপুরুষের আত্মাগুলি

জ্বলে ওঠে, প্রাণ পায় নীরব মহিমায়