মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

স্বাগতা ভট্টাচার্য্য


স্বাগতা ভট্টাচার্য্য

তাকিয়ে দেখো

একবার তাকিয়ে দেখো আলোর পৃথিবীর দিকে।
এই মাটি ঐ আকাশ
এই অরণ্য ঐ পাহাড়ের দিকে।
দেখো সূর্যোদয়ের সুবর্ণ ক্লান্তির দিকে।
কেন না অন্ধকারে দেশকে দেখা যায় না।
সেখানে নদীনালা খালবিল জনপদ আবছা অস্পষ্ট
অন্ধকারে মানুষ বড় একা।
বিভক্ত বিচ্ছিন্ন একেকটা দ্বীপের মতো ।
অন্ধকারে রক্তের রং হয়ে যায় কালো ।
সবুজ ঢেকে যায় লালে।
শকুন ছিঁড়ে খায় মানুষের দেহ।

তুমি আলোর পৃথিবীর  দিকে তাকাও।
সেখানে বৃষ্টিরা আইন মানে না
কাঁটাতার ভেঙে ঢুকে পুড়ে এপারে ওপারে ।
দেখো ঈদ করবাচৌথ কিংবা কোজাগরীর রাতে
নীল আকাশের আলপথ ধরে ঘুরে বেড়ায় চাঁদ।
সেখানে ঘামে ভিজে মাটি হয় শস্য শ্যামলা ।

তুমি আলোর পৃথিবীর দিকে তাকাও ।
ধর্ম নয় ,বর্ণ নয়,
তুমি মানুষের দিকে তাকাও।