মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শিবানী মুখার্জ্জী পাণ্ডে


শিবানী মুখার্জ্জী পাণ্ডে

শতাব্দীর ডাক

বটের পাতায় রং-এর ছোঁয়া

মিশে আছে বসন্তের হাওয়ায়,

কালচক্রের গৃহবাসীরা মেতে ওঠে পলাশ রঙে

সঙ্গে থাকে ব্রজগোপিনীরাও,

ব্যস্ত তারা হোরি খেলতে

মুছে গেছে জীর্ণ জীবন

নবতরঙ্গে ছড়িয়ে পড়ে রবির ছটা

নীল যমুনার নীল জলেতে,

উজান স্রোতে উপচে পরা সূর্য ছটায়

ব্যস্ত চোখের শক্ত দৃষ্টির মাঝেই বাঁচে,

আবেগী দুঃখু মিঞার জোড়ালো কণ্ঠ,

বৈশাখেতে উছলে পড়ে আব্বাস কবির সুরে ছোঁয়া,

বাংলার রূপ ছড়িয়ে আছে জীবনানন্দের নীল কালিতে

এর সঙ্গেই জড়িয়ে আছেন বঙ্গপ্রিয় সুলতান হোসেন।

তাই, প্রাচীন কুয়োর শ্যাওলা দেওয়াল

স্বচ্ছ হোক এই শতাব্দীতে।