মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

শুভ্র নীল


শুভ্র নীল

ধর্ম যখন মানবতা

হিন্দুর মেয়ে নাসিমা হলে
মুক্ত শাহজাহান
নামের কি আর ধর্ম হয় ?
ধর্ম হোক মানবতার ।

মানুষেতেই সুর - অসুর
ধর্মের দোহাই নাই বা দিলেন
ধর্ম থাকুক কর্ম গুণে
বন্ধন বানাক মানবতা ।

দলিত শুদ্র ঠাকুর রাজা
সমান জমি সমান আশা
হিন্দু শিখ মুসলিম ভেঙে
সম্প্রীতি গড়ুক মানবতা ।

রাজনীতির ধর্মকলে
দেশ আর দশ যখন সর্বস্বান্ত
মন্দির আর মসজিদ জুড়ে
পতাকা উঠুক মানবতার ।

এক স্নিগ্ধ সকাল সমসাম্যের
বারুদ ছেটাক রক্তবীজে
একটা শহর গোটা দিন জুড়ে
মন্ত্র আওড়াক মানবতার ।

মানবতা হোক সীমানা ছাড়িয়ে
রাজনীতি ভুলে জননীতির গান
সম্পৃক্ত যখন গনতন্ত্র
প্রতিষ্ঠিত হোক সৌহার্দের শ্লোগান ।।