শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

জয়া ঘটক


জয়া ঘটক

দশ বছর

তখন অনায়াসে মানুষকে বিশ্বাস করতাম।
এখন বিশ্বাসের থেকে মানুষের দূরত্ব বেড়ে গেছে।

তখন স্বপ্ন দেখতাম ঘুমের দেশে অনায়াসে।
এখন স্বপ্ন আছে!  কিন্তু ঘুম নেই। স্বপ্নরা কথা
রাখেনি।ঘুম হারিয়ে গেছে হয়তো তার জন্য!

তখন সবাইকে নিয়ে চলতাম।এখনও চলি।কিন্তু
জীবনের সঙ্গীরা হারিয়ে যাচ্ছে। তাই একা লাগে
খুব ।

তখন বিশ্বাস করতাম প্রেম মানুষকে মহান করে।
আর এখন! জেনেছি, প্রেম মানুষকে স্বার্থপর করে তোলে।

তখনও সকলের ভালো চাইতাম !ভালো কথা বলতাম।
এখনও তাই করি। শুধু এখন নীলকণ্ঠ আমি।
সব বিষ আমি নিয়েছি। অমৃত উজাড় করে দিয়েছি।

তখনও ভালো থাকতে জানতাম।
এখনও ভালো থাকতে জানি।
যতিহীন ভাবে ভালবাসতে জানি।







বন্ধু

কিছু বন্ধুত্ব ঈর্ষাকুটিল, অবিশ্বাসী
ও নিন্দার বক্রতায় মুখর... কিন্তু
অন্তরঙ্গতা ও বন্ধুত্বের ভাব আসলের
মতোই নিখুঁত... আঘাতে জর্জরিত
করেও অদ্ভুত আনন্দে উজ্জ্বল হয়ে
ওঠে মুখ...







একা

কিছু কিছু ঘটনা মানুষের মনের ভিত নাড়িয়ে দেয়।
মনের ভেতর তখন কোনো আলো বা অন্ধকার থাকে না।

থাকে শুধু গোধূলি।
অনেকের জীবনে এই গোধূলিটাই সারাৎসার।
থাকে একা চলা।বাকি সব মিথ্যে।