বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

লিপি সেনগুপ্ত


লিপি সেনগুপ্ত

তোমার হাতের মুঠোতে

তুমি হাতের মুঠোতে অক্ষর ধরে রেখেছো
অথচ মুখে রা'টি নেই!
বোঝনা, কি ভীষণ কষ্টে আমি সেই মুঠি খুলি?
তারপর অক্ষরগুলো হাতড়ে হাতড়ে
জোড়া দিই সন্ধ্যারাতে!
সদ্যোজাত কন্যার মত নরম আলো
পৃথিবীকে চুমু খেলে
আধো ঘুমো দেখি
অক্ষর গুলো ছড়িয়ে আছে ধানক্ষেতে!






সম্পর্কের অতলে

কোন এক নিবিড়তম বোধে সুবাসিত হৃদয়মন্থন
কে কার কারোর কি অধিকার....
এইসব আপাত মনঃপীড়া জন্ম দেয় অভিমান
অভিমান ছুঁয়ে থাকে দিঘি!
ছায়ামাখা জলে কাঁপে মধুআবেশ
মায়ার তীরে চোখের তারায়  নীরব সমর্পণ!
সেখানে সকালের নরম রোদ
কপালে তিলক কেটে বলে, প্রিয়...
এই রেখা অক্ষয় হবে স্নায়ুর শব্দকোষে।
জনশূন্য মাঠে চাঁদের আলোতে
দেখা হলে।।







নারী এবং

ফিরে আসে সেই বোধ
যেখানে মাটি কামড়ে পড়ে আছে শিকড়,
নারীর মত!
যেখানে মৃত ইচ্ছের মত
হলুদ পাতার কোষে ছেঁড়া ছেঁড়া অনুভব
শ্বাস ফেলে ঋতুগানে!
নারী! তোমার বুকে সুবর্ণরেখার ঢল!
আঁচড়ে আঁচড়ে জেগে ওঠে সোনা নাকি বালি!
ধানচেরা সময়ের খুদ কেড়ে নেয় অনামী পুরুষ!
আঁচল আগলে রাখা বুকে সারিগান!
হারিয়ে যায় খোলা মাঠে, নিকষ অন্ধকার জানে।