বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

মলয় রায়চৌধুরী


মলয় রায়চৌধুরী

কৃত্রিমতা

গাড়ির কাচটা নামা; গগলস খুলে ওই দ্যাখ
সেই সাব এডিটর তোর অভিনয়ে কৃত্রিমতা
আছে লিখে তুলোধনা করেছিল তোকে অবন্তিকা
তাকিয়ে রয়েছে তোর পোস্টারের খাঁজে অপলক---
নাহ, অপলক বলা যুৎসই নয়; গিলছে রে
তোর সিলিকন-ঠাসা বুক দুটো। ভুলে গেছে ব্যাটা
ওদুটো কৃত্রিম; কিন্তু যৌনতার শিল্পবোধে ফেঁসে
লটকে পড়েছে তোর বুকের দারুণ অভিনয়ে








ডারলিং ইউ জাস্ট রক

যার সঙ্গে ডেটিং করলি অবন্তিকা
তার সঙ্গে প্রেম করলিনাকো
যার সঙ্গে প্রেম করলি অবন্তিকা
তার সঙ্গে তুই শুলিনাকো
যার সঙ্গে শুলি তুই অবন্তিকা
তার সঙ্গে বিয়ে করলিনাকো
যার সঙ্গে বিয়ে করলি অবন্তিকা
তার বাচ্চা পেটে ধরলিনাকো
যার বাচ্চা পেটে ধরলি অবন্তিকা
তার বীজের সাকিন জানিসনাকো








উত্তরাধুনিক সদ্গতি

তোর পায়ে নাকি স্টিয়ারিঙে? গতি
ঠিক কোনখানে ছিল; বল অবন্তিকা---
দুমড়ে-মুচড়ে তোর হন্ডা অ্যাকর্ড
দুবার কাছিম ডিগবাজি খেয়ে, মেরে
ফেলল তোরই প্রেমিক যুবাটিকে ।

‘মেরে ফেলল’ আর ‘মেরে ফেললি’
দুটো প্রশ্নের মাঝে ফেঁসে গেলি তুই;
নতুন প্রেমিক বহু জুটে যাবে জানি
তা সত্ত্বেও গতির গণিত ঘাড়ে বসে
জানতে চাইবে খুন কেন করেছিলি