সোমবার, ২১ মে, ২০১৮

পারমিতা চক্রবর্ত্তী


পারমিতা চক্রবর্ত্তী

ইস্তাহার

এ রাজপথ থেকে হেঁটে আসে
 রক্তের মিছিল
শব্দের পরথে পরথে লাশেদের ইস্তাহার
কখন কালো মেঘ ভেসে আসে নীল আমস্ট্রং হয়ে
মৃত জমি ভেসে যায় দীর্ঘশ্বাসে

এদেশে ধর্ম বিক্রি হয় মন্দির কিংবা মসজিদে
কোন আসিফাই শেষ নয়
শত শত ধর্ষকের লিঙ্গে পালিত  হয় রক্তের পরব
আর কত !

নারীকে ভোগ করা যাদের জন্মগত অধিকার
নির্বংশ হোক সেই সমাজ
জ্বলে উঠুক মৃত প্রদীপ

একদিন আমি ঈশ্বর হব
সে দিন মন্দির , মসজিদ, চার্জ থাকবে না
থাকবে একটি নাম ভালোবাসা