সোমবার, ২১ মে, ২০১৮

মধুমিতা মুখোপাধ্যায়



মধুমিতা মুখোপাধ্যায়

আনিস না মা এ পৃথিবীতে
আনিস না মা এ পৃথিবীতে
ওই রক্তচক্ষু বাগিয়ে ধেয়ে আসে তোর পানে
পুরুষালি দম্ভ কন্যাভ্রূণ গর্ভে লালন করছিস ভেবে!
দেখাস না মা সে নতুন সূর্যের ভোর
যে আলো নিভলেই চারদিকে ওত পেতে থাকে
নরপিশাচ হায়নার কামোন্মাদ লিঙ্গ!
শিশুযোনী ছিন্নভিন্ন করে খেলায় মাতে নপুংশকের দল
রক্তের হোলী খেলে দেবতার আলয়ে,শিক্ষাঙ্গনে অথবা
আমারই নিশ্চিন্ত বাসাতে আপনের মুখোশের আড়ালে!
কিছুই তো চেনা হয় না রে মা
দুদিনের সে নারকীয় অত্যাচারের জীবনে,এই সুন্দর পৃথিবীর
আলো-বাতাস-আকাশ-মাটি অথবা জলোচ্ছ্বাস-
এতটুকু নিশ্চিন্তির আশ্রয় কন্যাভ্রূণের জন্য নয়!
নপুরুষালি দন্ড ন্যায়দন্ড হয়ে চাবুক শানায় নারীর পৃথিবীতে!
আমি কিশলয় পেরিয়ে সবুজে মিশে ফুলে ফলে ভরাতে চাই না
সৃজনশীলা ধরিত্রীর বুক!জন্মক্ষণ থেকে অন্তিমলগ্ন
আমি রক্তাক্ত প্রতি জনপদে প্রতি যুগের সভ্যধারায়!
তাই মাগো বিপ্লব না হোক বিদ্রোহী আগুনে জ্বলে উঠুক
প্রতি মায়ের জঠর!লিঙ্গ নির্ধারণ থেকে নারীসত্ত্বার অবনমন আর চাই না!
নারীমুক্ত হোক ধরিত্রী!পাপাচারী নপুংসক বিষবৃদ্ধির বিনাশ হোক।