সোমবার, ২১ মে, ২০১৮

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেন

স্পর্ধার উন্মত্ত উল্লাস

কতখানি নীচে নামতে পারলে
জলতলের রূপ ছোঁয়া যাবে ?

উল্লাস হাসি ঠোঁট চেপে ধরে
কী যাতনা দেহের অনুভূতিতে
হাসিও কান্নার স্রোত হয়ে ভাসে --

পবিত্রতা ক্ষয়ে ক্ষয়ে অসুরের ছোঁবল
কার শরীর ছুঁয়ে থাকে মৃন্ময়ী ঈশ্বরী ?

ঘুমিয়ে থাকে যদি আগামী পিতা
শিশুদের ভেতরে
তবে জননী কেন নয় নাবালিকার দেহে

কার কাছে বিচার চাইবে জননী
গণতন্ত্র ধর্ষিত হলে, নারী তুমি কোন ছার  ?
গণতন্ত্রের চেয়ে কী বেশি সুস্বাদু নারীর কোমল দেহ --

বিচারের বাণী বাতাসে ভেসে যাওয়া ধ্বনি
কত বাঁশির সুর ভেসে যায় পল্লীর বুকে
কত প্রাণে আকুলিবিকুলি ,,,,
সভ্যতা জানে ?

চারিদিকে শুধু স্পর্ধার উন্মুক্ত উল্লাস দেখি
মিথ্যের বুলি শুনে ঘৃণাবোধ জাগে
টেলিকাস্টের মিথ্যেচারের বয়ানে ---

বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে জনতার হাতে