সোমবার, ২১ মে, ২০১৮

সুব্রত নন্দী


সুব্রত নন্দী

পোড়াও পুরুষতান্ত্রিক সমাজ
            
ভালোবাসার মুখ বন্ধ এখন,
জীবে প্রেম প্রাগৈতিহাসিক।
মানুষ বলতে ঘেন্না লাগে!
পাশবিকতা শ্রেষ্ঠ জীবের সারা গায়ে!
আজ কেনো তোমরা নির্বাক?
লজ্জিত পশুও যে মুখ লুকায়!
এ কোন জগত শিক্ষার আলোয়?
নারী কী খেলনার বস্তু!
আমোদে প্রমোদে ভোগ্যপণ্য?
আঁধার শুধু সভ্যতার বিবর্তনে!
বন্ধ্যা আকাশ, বিষাক্ত বাতাস,
সুনামি নেমেছে ঘরেবাইরে।
রক্তাক্ত নারী শয়তানের ফাঁদে।
লালসার উৎসব চলছে বীরদর্পে।
মুক্তির উপায় তোমারই হাতে,
ঘোমটাহীন হয়ে গুঁড়িয়ে দাও।
মৌন মিছিলে মোমবাতি না জ্বেলে!
জ্বালাও চিতা পুরুষতান্ত্রিক  সমাজে।