শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

পারমিতা চক্রবর্ত্তী




পারমিতা চক্রবর্ত্তী

১৫ বছর পর
........................

১)

সকালে হঠাৎ রিংটোন বেজে উঠল
ফোন খুলতেই ফেসবুক মেমারি বলল
অর্কিড ঝোলানো যাবে বারান্দায়
ছোট্ট ছিমছাম ফ্ল্যাটে স্লাইডিং ডোর
খুলতেই যাযাবরী মেঘ ডুকেছিল
বেডরুমে
টেরাকোটা ইটে সাজানো দেওয়াল
জুড়ে থাকবে
১৫ বছর আগের রজনীগন্ধার মালা






২)

অন্তত কয়েকটি মাস যেতে দাও
অবিন্যস্ত চিঠি, কাগজ'কে
সামলে রাখতে
পেপারওয়েট চাপা দেওয়া
আবেগকে আসতে দাও
সিগারেটের ধোঁয়ায় সন্ধ্যা
নামে

অনিকেত ,
অসহিষ্ণুতা আসুক বালুচরী ঠোঁটে
উরু থেকে জঙ্ঘা সরিয়ে রাখি
বিজি মোবাইলকে
তোমার নিঃশ্বাস শুষে নিক
বুকের মধ্যবর্তী ভাঁজ

এবার ঘুমের মধ্যে যাই






)
ফুল ভর্তি খাটে পড়িয়ে দেব
শীততাপ নিয়ন্ত্রিত অন্তর্বাস
উত্তাপ হারিয়ে যাক এ অন্দরমহলে
আগুন জ্বলুক বৃষ্টি বুকে
কিশোরী দাগ মুছে দিতে
যোনিপথে ভিসুভিয়াস আসুক






৪)

এক ডজন মোমবাতি কিনো
মধ্যবর্তী ব্যসার্ধ বুঝতে
কবিতাকে ডিপফ্রিজে রাখা
আইসকিউব করে বের করে এনো
চুমুকের গ্লাস লাল রঙ দেখেনি
ওকে বুঝতে দাও

শুধু ভালোবাসার জন্য এ
পৃথিবীতে আসা ....






৫)

মনে হয় জলের বোতলে ঢুকে
নিশ্বাস নিই
বহুদিন পর প্লাস্টিক থেকে মানুষকে
বেছে আলাদা করলাম
এতদিন ধরে রাতের খাবার খেত
কুকুর , বিড়াল
বিকট শব্দে ঘুম ভেঙে গেল
অনিকেত ,
কাল ফোন করব আজ ...