বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

সুকান্ত মজুমদার



সুকান্ত মজুমদার

* স্বপ্ন রাত্রি  *
রাত জাগা মৃত শব্দের সাথে
আনমনে জিয়ে রাখা
পিচ্ছিল পরিচয়ের হাতে,
এক অজানা হিসেব নিবিড় হয়
অন্ধকার অক্টোপাস হয়ে উদ্ধত
প্রতি দিনের আধ খামচা স্মরণ
রাখল বাঁশি নিঝুম পোশাকে
বধূ বেশে স্বপ্নে ভেজায় মন
আলগোছে রাখা আমিতে
চিমটি কাটে ছেলে বেলার হাত,
স্বপ্ন সাদা নীল বাক্সের মাঝে
তাই এমনি কিছুই ভালো লাগেনা
ভরদুপুরে অনেক খানি রোদ্র পথ
মাড়িয়ে স্বপ্ন রাত্রির আলিঙ্গনে
আবারো বারবার সত্যি বেঁচে থাকা।
পথের বাঁকে নিষিদ্ধ সানাই
সুরে বুকভরে অশ্রু হীন কান্নায়
কুয়াশার ঘোলাটে চোখে তাকিয়ে -
স্বপ্ন জাতক হবার ভানকরেও
সত্যি সত্যি কেঁদে ফেলি
মৃত তারা, তাওদেখি জ্বলে যন্ত্রণায়
পলকহীন মুখ গহ্বর হয় বায়ুময়
হিসেব হারিয়ে ফেলে স্বপ্নেরা।



         

*কান্না তুমি *
তোমার সুদূর যৌবন রেখায়
অনেক বার চেয়ে দেখেছি
নির্বাসিত গুহাচিত্রে কারা যেন
একে দিয়ে যাচ্ছে নির্জন ঝরনা,
দ্বিধান্বিত সঙ্কটে বর্ণিত পতঙ্গ
অরণ্যের সবুজ রঙ নিচ্ছে নিংড়ে
বন্যতা হয়ে উঠছে ক্রীড়া
চোয়াল চাপা নখ চুম্বনে
যন্ত্রনা ভাষা হারিয়ে গলে পড়ছে
শক্ত পাটাতনের মত খোলা বুকে।
সহ্য শক্তির মাছিরা বহু বিভক্ত
বহুতলের মধুময় যন্ত্রণায় বিভোর
তুমি এমনি প্রহসনের প্রবাসী পাখি
বুদ্ধিরা কীটের মত উন্মুক্ত,
নির্বাচিত নির্বাচনে নির্যাতিত
বিপন্ন শান্তির ঘোষক হয়ে
এ মৃত্যুর মৃত্যু দাও, তুমি বেঁচে ওঠ।

          



*প্রশয়*
অবাধ্য আলাপন তীব্র হচ্ছে
আমিতে আমিতে ডুব সাঁতার দিয়ে
আবারো খুজে নিচ্ছে নিঃসঙ্গ দ্বীপ
খোলা জানালা উস্কে দিয়ে
রাত জাগে মুখচোরা হাসিতে,
বাইরে সুনাম সুকৃতির বাদ্যযন্ত্র ঝাঝালো
মন বিকৃতির আল্পনা উঠান জুড়ে
ব্যস্ততার কোলাহল উলুধ্বনির ঝড়।
পুঁথি ঘাঁটা দূর্গন্ধ বাক যুদ্ধের প্রসাধনী
শূন্য আমি উচু দর আদায়ে সমর্থ
উল্লাসিত অশ্রাব্য যুক্তি
ভীড় উবচে ওঠা দম্ভের হাট-বাজার
আত্ম প্রেমের সামিয়ানা
হীনতার বারুদে প্রাক যুদ্ধের ঘাঁটি -
বিরামহীন নিজস্বতায় সূর্যস্নান সারছি
বিশালাকার অভব্য সৃষ্টি সুখ
অনাদরের হ্রদে বুনো হাঁসেরা
যে যার মত পাঁক ঘাটায় রত
করতালিতে বেহিসাবি আমরা
সস্তায় বস্তাবন্দি কৈতবের খোরাক।

            



*ক্রমশ*
ছায়া মায়া জড়িয়ে
ফেলে আসা শৈশব লালিত্য
নিথর সোহাগ ঘুম।
আলোচিত অন্ধকারে পরিচয় হীন
কেমন স্ববিরোধী উদভ্রান্ত আস্ফালন
ঘুনেধরা আস্থার জ্বর!
মোরগ ঘুম ভাঙানি সুরে ডাকছেনা
ঘুম পাড়ানি গানে দীন বৈভব
সন্মানের পোড়া গন্ধ সংক্রমিত
চারিদিকে চারিত্রিক পরিচয়ের ফলক
অগ্রাসী বিচ্ছেদ দীগন্ত,
ভালোবাসা সন্ধিহান গন্ধহীন ফুলে
কীটদের আশ্রয় আমোদিত
নিরাপত্তার বিবেকহীন পোতাশ্রয় গড়েছি
পাড়ি দিচ্ছে মন
পরিযায়ী পাখির ডানায় -
হীম রক্তের উচ্ছ্বাস উবে যায় আনমনে
চোখে ভেসে আসে গভীর অরণ্যের
ভাষাহীন বর্বরতা, আদিম অবয়ব,
একফোঁটা আমার বলতে কিছুতে।

     



*আছি তবু এমনি *
আলো উত্তাপ মাখা পর্যাপ্ত বিলাস
ধূপ গৈরিক বারুদ গন্ধ ঘ্রাণ,
শীতল চর্মে কষাঘাতের অর্জিত দাগ
অযাচিত প্রাধান্যে আরাধ্য সংঘাত
বিপন্ন মুক্ত বিহ্বল বেঁচে থাকা।
গুহাবাসের জটিল আস্বাদন রিপুরোগ
চেতনার মজলিসে তেল শূণ্য প্রদীপ
যে যার মত ছোটা -
নিজেকেই পিছে ফেলে,
বহুবিধ ভাবনার মাছরাঙা মন
ওতপাতা রঙিন মাছের আঁশটে গন্ধে
কান্না জলে ধুয়ে যায় ঘাম ক্লান্তি
কোলাহলে গল্পগাথায় উকি মারে
যে মুখ, সে মুখে আমরাই চিরন্তন -
আছি তবু এমনি।
কোন রাশে বাঁধা এ আমি হীন আমি
উন্মোচিত প্রবাহ মানব যন্ত্রের
শোষিত শোষকের মিলন মন্ত্রে মোহিত।

       ----------------