সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

রিয়া রিয়া




রিয়া রিয়া

মুখোশের মুখোমুখি
রাতের তারাগুলোও ঘুমিয়ে পরেছে। চারিদিক
নিস্তব্ধ,এক্কেবারে যাকে বলে পিন ড্রপ সাইলেন্স !
দুরে কোন কুকুর মাঝেমধ্যে কেঁদে উঠছে।আর
কংক্রিটের দালান থেকে ভেসে আসে চাপা কান্না।
রাস্তার মোড়ের গাছগুলো দাড়িয়ে নিরব ভঙ্গিতে ,
চেনা মুখ গুলো অচেনায় পরিনত হয় ধীরে ধীরে ,
আজকাল প্রায় সবাই মুখোশ পড়ে থাকে।
নানান রঙের মুখোশ ,নানান রকমের মুখোশ।
লুকিয়ে রাখছে নিজেদের বিভৎস মুখের আদল।
অন্ধকার লুকিয়ে রাখে গোপন সব অপরাধের দলিল। যে যার ইচ্ছেমত, নিজের পছন্দের মুখোশ পরে নিচ্ছে। মুখোশের বিজ্ঞাপনে ঢাকা মুখ।

চা হাতে গ্লোবাল ওয়ার্মিং আলোচনা ,
ভাড়ের  চা ঠাণ্ডা হয় ভাড়েই। 

গল্প শেষ করার সময় এখনো হয়নি।
ঘটনার ধারাবাহিকতায় থাকতে হলে,
গাছপালা,পাখিদের,আর পূর্ণিমার চাঁদকে
আরোও কিছু কাল অপেক্ষা করতেই হবে।

যদিও এখন অমাবস্যার আকাশ, অদৃশ্য চাঁদ ।
তবু তাকিয়ে থাকি আকাশে একমনে।
অন্তিম অপেক্ষার শেষে , আশায় থাকি,
শুনতে পাবো ওপারে ট্রেনের হুইসেল।
####




মানচিত্র
এইযে শোনো এদিকে এসো
মুখোশ খুলে  দাঁড়াও আয়নার সামনে।
নিজেকে দেখো নিজের মতো করে।
ওদিকে যাও, বিছানায় লেগে থাকা
 রাতের মানচিত্র ঢেকে দাও গোপনে।

আকাশে অবসন্ন চাঁদ পৃথিবী কাঁপিয়ে
তোমার মুখের প্রতিচ্ছবি আঁকে।
কুয়াশা মাখা হেমন্ত বেলায়,
বাৎস্যায়ন শাস্ত্রের মত্ত আবেগে,
উন্মত্ত হয়ে ওঠো।
পুকুর পারে চলুক
তুমুল দংশন।
###





এখানেই ছিলাম
কোথায় ছিলে আত্মগোপন করে,
কোন নিরুদ্দেশে,
দেখিনি কতদিন?

হেসে বলি, যাইনিতো কোথাও।
এখানেই ছিলাম,
তোমাদের চোখের আড়ালে।
বেমানান আমি মানুষের কোলাহলে।

চাওয়া পাওয়ার আদিম স্বভাব।
পাঁজরে আগুন শিখায়, লক্ষতারা
পুড়ে যায় চোখের নিমেষেই।
ভালোবাসার শরীর থেকে
 রক্ত ঝরে পড়ে।

দাবানলের আদিম ক্ষুধায়,
পুড়ে যায় হৃদয়ের কোমল স্তর।
নির্বিচারে ছুড়ির আঘাতে,
রক্ত বন্যায় পরকীয়া চলে,দাগ কাটেনা
কয়লা খনির কালো মনে।

কোথাও যাইনি, এখানেই ছিলাম
স্বার্থের পাহাড়ে উঠে দেখিনি কখনো।
আমি লুকিয়ে ছিলাম আমার ভেতরে,
লজ্জা, ঘৃণা, বঞ্চনা থেকে নিজেকে বাঁচাতে।
#####





জন্ম ইতিহাস
একেবারে নির্ভুলভাবে, নিশ্চিত হয়েই,
আমি বলতে চেয়েছি ইতিহাস।
পুরুষদের পাশাপাশি নারীদের এবং
অপরদিকে ঠিকানাবিহীন গণিকাদের কথা।

বন্ধুবান্ধব,শত্রুমিত্র, যে যেখানেই থাকো,
জন্মসুত্রেই রয়েছে জীবনের জটিল রহস্য।
তোমরা যেখানেই থাকো, খুঁজো জীবনের অর্থ,
নাহলে বাড়বে প্রতারণা, বলাৎকার, নারীপাচার।
ক্রমশ স্পন্দনের আয়ু ক্ষয়।

তারপর ..
আমরা ড্রইংরুমে গল্প করতে করতে বলবো -
কই, তেমন কিছু তো ঘটেনি!
###





আশভূমি বাসভূমি
ব্ল্যাকহোলের মধ্যে আমার বাস
যেখানে সূর্যও ভয়ে লুকোয়,
দিনের আলোও অন্ধকারের
গর্ভে নিঃশব্দে ঘুমিয়ে থাকে;
আকাশ দেখি না অনেকদিন
তারাগুলোও অচেনা অভিমানে।

অনেকদিন যাওয়া হয় নি
অ্যাসফল্টের রাস্তা ধরে
সেই স্বপ্ন মাখা ছোটো গ্রামে
যেখানে পাহাড়ি নদী অপেক্ষায় আছে,
যেখানে একটি কুঁড়ে ঘর আজও একা
রামধনুর সাত রং সাত সুর হয়ে ডেকে চলেছে।

এখানে কাঁচের টেস্টটিউবের মধ্যে
প্রতিনিয়ত তৈরি হচ্ছে নিঃসঙ্গতা,
ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে।
শহুরে জীবনের অভ্যন্তরে
নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াই,
একটি বিশাল শকুনের ছায়া
প্রতিনিয়ত খুবলে খাচ্ছে আমার আমিকে।

অনেকদিন যাওয়া হয়নি গঙ্গার ধারে
গোধূলি রাঙা বিকেলে
জীবনের আবর্তনে ধ্বংস থেকে
নতুন ভাবে সৃষ্ট আমি-
একসময় যার নিঃশ্বাসে কার্ফু লেগেছিল,
জীবনের ভুলভুলাইয়ায় আজ

ছড়িয়ে গেছি শূন্য থেকে মহাশূন্যে।