সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

শাশ্বতী সরকার




শাশ্বতী সরকার

ভালবাসা অপেক্ষা করে আছে

ভালবাসাকে তুমি সবসময় শাসন করতে চেয়েছ
তাই ভালবাসাও তোমাকে ত্যাগ করে
পথঘাট পেরিয়ে চলে গেছে
সুদূর কোনো বনপথে
অথবা নির্জন কোনো নদীতীরে
অথবা অশান্ত কোনো সমুদ্রবুকে
ভালবাসা অপেক্ষা করে আছে
যাও তাকে ধরে আনো
একবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরো
বুকের ওম্‌টুকু ছাড়া ভালবাসাকে কি
ধরে রাখা যায়!




আয় রে অনাগতা

সহস্র বছরের ধুলোর আস্তরণ সরাতে সরাতেই
কেটে গেল ক্লান্ত জীবন
আয় রে অনাগতা
তোর চোখেই আঁকি নতুন জীবন
তোর হাতেই থাক ত্রিশূলের উত্তরাধিকার
চিরপদদলিতের দেশ ছেড়ে যাওয়ার আগে
একবার তোকে আদর সেরে নিই
একবার তোকে প্রণামও সেরে নিই
স্বয়ংসম্পূর্ণা মা আমার
যোগ্য পৃথিবীতে আবার ডেকে নিস কখনও
তোর কোলে পুনর্জন্ম নিতে।





বিজয়ী

জানি আমি একদিন পা রাখবই তোমার দেশে
সমস্ত বিরুদ্ধ শক্তিকে পরাস্ত করেই
তোমাকে জয় করে নেব একদিন
আর শিকড় ভুলে গিয়ে
অপর দিকে ছুঁড়ে দেব করুণা
কারণ করুণাই তোমাদের একমাত্র নিয়তি
তোমার থেকে আর একটু ওপরে গিয়ে বসে 
আমি চোখ রাখব মাটিতে
তোমার থেকে আর একটু ওপরে উঠে বসে
আমি মাটির কথা বলে যাব অনর্গল।





স্নানহীন

বহুদিন স্নান করা হয় নি
সেই যে কোন্‌ এক জন্মে
পুরনো আঠার মত তোমার
নাম জুড়ে গেছে
তারপর আর স্নান করি নি
পাছে তোমার নাম উঠে যায়
পাছে তোমার নাম মুছে যায়
দারুণ দহনবেলাতেও
চোখ বুজে ধ্যানমগ্ন
কেটেছে সেই নাম জপ করে
আজ বেলাশেষের ডাকেও
যখন তোমার ঘুম ভাঙল না
তখন আর নাই বা ডাকলাম
এবার একটা স্নান প্রয়োজন
পুরনো নাম মুছে ফেলতে
একটা ভেসে যাওয়া খুব প্রয়োজন।





চারাগাছ

ভালবাসার চারাটিকে বাড়তে দিও
উপযুক্ত সার পেলে, প্রয়োজনীয় ওম্‌ পেলে,
আদরসেঁচা জল পেলে
চারা তখন মস্ত ছাতি।
ভালবাসার চারাটিকে বাড়তে দিও

ভালবাসার চারাটিকে বাঁচতে দিও।