শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

অরুণকুমার দাস



অরুণকুমার দাস

এ ই  ব র্ত মা ন - ৭

রুপকথার রাত
কবিতার রাতের বোতাম খুলে
স্নানদৃশ্য চুরিকরে -
পরমেশ্বর

অহংকার বল্লম পাশাপাশী শুয়ে থাকে
ঘড়িগুলো টিক্ টিক্
আমবাগানের মাথায় চাঁদের বাসর
অজ্ঞাতবাসের চতুর্থ পর্ব
অনুপরমানুর খেলা - গোটা গোটা অক্ষর
সাদারাজা কালোরাজা
বিতর্ক

ব্রম্মতালুতে বটেরচারা

রিয়েলিটি শো থেকে পালিয়ে
পৃথিবীকে চুম্বন শেখাচ্ছে একদল ষাঁড়

তুমিও ঘাসে পা দিয়ে হাটো

আগুন খেতে খেতে
আগুন খেতে খেতে, উত্থান পতন জেনেযাও

গিটারের বিশ্বাসে ধুলোজমে পাথর

পাথর মানে এভারেস্ট নয়
এভারেস্ট মানে উচ্চতা আর বিশ্বাস



এ ই  ব র্ত  মা ন  -৮

উঠোনের দিকের জানালাটার
বয়স কত হতেপারে ?

পালকে-প্রস্থে যেটুকু জেনেছি
সূর্যের ভেতরের নগ্নতায়
একটাই নৌকো
খাবিখাচ্ছে - - -

অপরিসীম ধৈর্য্য
কালপুরুষের কোমর জড়িয়ে লতাটা উঠ্ছিল,
ছায়াপথের ফুটপাথে স্ট্যাম্প পুতে ক্রিকেট ম্যাচ

মৎস্যগন্ধ্যার গল্পটা শেষ পর্যন্ত শুনলাম
নামপাতাপাতি খেলতে খেলতে চলেছি
দূরে সন্ধ্যা নেমেছে
আমরা সন্ধ্যার দিকে যাচ্ছি না

আউটবক্সের ত্রিসিমানায় কোথাও অজ্ঞাতবাসের ঠিকানা নেই
ধোঁয়াবিহিন চুল্লিতে চিতাসাজিয়ে সাদারুমালের ম্যাজিক শুরু
পৃথিবীর দিকথেকে একটা দুটো বিফ্ বিফ্ টোন

ওই পর্যন্তই দৌড়
তার পরের গল্পের পাথর এখনো গাড়াচ্ছে



এ ই   ব র্ত  মা  ন - ৯

বুকের রোদ্দুর মুছতে মুছতে
খানিকটা তন্দ্রায় জড়িয়েছে চোখ
হাতঘড়ির ব্যাটারি শেষ
স্বপ্নকালিন জেগেথাকা অথবা
জাগা জাগা স্বপ্ন
ভেতরের ঘরে ঘরনিকোচ্ছে কেউ
তার ফর্শাহাত ইষৎ লম্বা আঙুল 
নেলপলিস নেই
খর খরে মাটির উপর হাত ঘষতে ঘষতে
রক্তাক্ত মন

ফাস্ট এড - বক্সে ব্যান্ডেট খুঁজছি
কিছুতেই পাচ্ছিনা



এ ই  ব র্ত মা ন  -১০

তুমি সিগমুন্ড ফ্রয়েডকে দেখেছ ?
ব্যঙএর বড় হতে থাকা পেঠ ?

কী নিয়ে খুশী থাকো ?

বার্ধক্যর বাগানে ব্যচেলর আম
আকশিতে পেড়ে নিচ্ছি  নগরকীর্তনের সুখ
ধর কোনো প্রমান ছাড়াই
পুকুর চুরি

ট্যাকনিক্যালি হাতটা জগন্নাথ

আপনি স্টেশানে ঘুমান ?
আপনি কলা বেঁচতে এসে সফটঅয়্যার কেনেন ?
জল বাতাসা কেউ খায়না  এ যুগে

স্বাস্থবিধি মেনে ঈশ্বরী সেবন

ইস্কুল ছুটি তো কী হয়েছে
চারপাশের পরকীয়ায় ফেজবুক মন্দির
সাহস ছিনতাই হয়ে গেলে
জামার বোতাম কোনো অজুহাত নয়



এ ই  ব র্ত মা ন  - ১১
কালো আঙুরলতার ডালে বৈশাখমাস
উলটে পালটে দেখেনিলাম পঞ্জিকার সুসময়
দিনের ধর্ম
কাকেদের খুনশুটির জেরক্স
ছাই ফেলতে জীবণ কয়লা
জিবিকা সাজাই মাফিয়া উঠোনে

এই শহর রঙিন প্রজাপতি
শুতো টানতে টানতে ঘুড়ি কেটে যায়

ভূগোলের শীত মাপতেই মেঘনেমে এল
জানালার বাইরে শতরঞ্চির ঘোড়া
ঘোড়াদের জাতীয়সংগীত নেই

ক্যারাভানে উঠেপড়লাম চল

ওয়াইফাই মাঠে যাব