মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

আশিস্ ভট্টাচার্য্য


আশিস্ ভট্টাচার্য্য

জীবন

জীবন মানেতো অংকের সিঁড়ি ভোরের দরজা খোলা
জীবন মানেতো সাপলুডো গুটি পায়ে পায়ে শুধু চলা
সন্ধ্যার হাটে বিকিকিনি সেরে আবার ঘরেতে ফেরা।

জীবন মানেতো রোদ্দুর মেখে ধূলো বালি  ঝেড়ে ফেলা
জীবনের ঘাটে  যত আহ্লাূদ মুক্তো খুঁজেই পাওয়া
পথ আর ঘর মিলিয়ে মিশিয়ে  নরম বালিশে শোওয়া।


জীবন মানেতো কামনা বাসনা কতো কুঁড়ি  ফুল ফোঁটা
জীবনের মাঝে কুঁড়িও ঝরে পাঁপড়ি শুকিয়ে যাওয়া।


   
      



সময়ের সাথে

বসে আছি টুকরো টুকরো মেঘেদের সাথে
অনিশ্চিতযাপনে অচেনা গদ্যের সারিতে,
যেখানে নিষাদ এসে হানা দেয়।
অচেনা মায়াজাল ঘিরে রাখে আমার চতুষ্কোণ
দোসরের বাসরঘরেতেও ছায়ার উপত্যকা,
'সময়ে শিরার তন্তুগুলো প্রাকার থেকে বেরিয়ে আসে
বোধের কল্পনালতা নেমে আসে হিমাঙ্কে।


     





ফুল ফুটবে

দুঃখের পাথরেও জেগে  আছে সুখ
সে বড় গোপন আত্মার,
জমা থাকে অঙ্গারের  আলোকরাশিতে।
তুমি জল দাও বাতাস আনো
ফুটবেই ফুল ফুটবে।