রবিবার, ২১ জুন, ২০২০

সুকান্ত মজুমদার


সুকান্ত মজুমদার

প্রতিস্পর্ধী

অবজ্ঞার করাল ধারায় স্নানমত্ত চরাচর
আত্বস্বার্থের হীন নিদানে উন্মুক্ত ভাইরাস  -
নীতিহীন উল্লাস দুর্গতির দুর্নিমিত্ত হয়ে
পদস্থলনের আড়ম্বরে যুগান্তের পূর্বাভাস -
অমানবিক বিশালাকার প্রতিস্পর্ধী চৈতন্য
সম্পর্কের চিহ্ন ঘাটছে অতিত পদচারণে
স্বার্থপরতা ভুলেছি মৃত্যুর শাশ্বত শাসনে -
উগ্র ক্ষুরের দৌড় আজ সীমাবদ্ধ সীমিত 
সভ্যতার অমল দেহ প্রাণোচ্ছলে শিহরিত,
সৃষ্টি তার অমোঘ বীণায় সবুজ সুর পেলো
বিকৃত বাসনা, রসনা, রুদ্ধ মানবতার শার্দূল
শৃগাল হয়ে অন্ধত্বের গর্তে নিমজ্জিত
অতিকায় ঔদ্ধত্য শূন্য মূল্যে মূল্যায়িত।
আবদ্ধ উন্নাসিক প্রগতি নির্মম চিত্তাকর্ষক
মেঠো ও রাজপথ আত্মসমর্পিত নতশিরে -
গন্তব্যের ইচ্ছে পাখির দল অসীম নীলে
সসীমতা খুঁজে ক্লান্ত ডানায় এখন ঘরে,
আবার এদিন সুদিন হবার উমেদ নিয়ে
দুয়ার উপকন্ঠে ফিরে আসবেই প্রেমভরে
আদিম উৎকর্ষে পুনঃ সরে সরে যাব দুরে।