রবিবার, ২১ জুন, ২০২০

তমালী বন্দ্যোপাধ্যায়


তমালী বন্দ্যোপাধ্যায়

মৃত্যুর কাছাকাছি

ভালোবাসা একা নির্জনে খুঁজে চলে কিছুটা সময়।
দীর্ঘ সে ছায়াপথ ধরে একা রাত হেঁটে যায়।
এলোমেলো  শূন্যতা জানে শিকড়ের শোক-তাপ-জ্বর।
কত দাবানল খাঁক করে দেয় কত চেনা ঘর।
চোখের জলেতে বাষ্পের ছোঁয়া আগুনের তাপে
দিনান্তে কিছু শোক ধুয়ে যায়,জীবন সময় মাপে।
আজ মারণ সে রোগ পৃথিবী ছুঁয়েছে।
জীবন এসেছে আজ মৃত্যুর কাছাকাছি।
প্রতিটি মুহূর্ত গুছিয়ে রেখে ভয়ে বেঁচে আছি।
জীবনকে চিনেছি,জীবনকে বুঝেছি--কী ভীষণ দামী!
এই বেঁচে থাকা,এই বেঁচে আছি,
পাশাপাশি তুমি আর আমি।
আকাশের গায়ে তারারা আদরে জড়ায়।
মন জোনাকিরা ঝিকমিক আলোর নিশানা ছড়ায়।
প্রেয়সীর বুকে মাথা রাখে ছায়া।  
তারাভরা আকাশে জোছনার মায়া।।