রবিবার, ২১ জুন, ২০২০

মানস ঘোষ


মানস ঘোষ

পদাতিক

ওরা হাঁটতে শুরু করেছে
ঘরে ফিরবে বলে..
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ওরা উড়োজাহাজ দেখেনি, ট্রেন ছিল না..
তাই এই আমরণ চলতে থাকা... পূবে,

এদিকে আমি সিঁটিয়ে বসে সোফার কোনে..
হাতে মোবাইল আর
পর্যাপ্ত রসদও আছে ঘরে..

ঘরে ফেরার হাঁটা শুরু করেছে ওরা..
সূর্যের উল্টো দিকের পথ..
অপেক্ষায় আছে সন্তান, পরিবার,মা..
সামান্য বেগুনক্ষেত, উঠোনের সজনেগাছ,
এমনকি এঁদো পুকুরটাও
ফিরে ফিরে আসে অবসন্ন স্বপ্নে..
তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ..

আমরা তাকিয়ে থাকি, আশায়.. স্বপ্নে
একদিন পৌঁছে যাবেই ওরা,
অদম্য জীবনের প্রেরণা হয়ে
আপনজনের মাঝে
আরোগ্যের ভোরে..