রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

শিপ্রা পাল


শিপ্রা পাল

তোমাকে মনে পড়ে
    
কাঁসার জামবাটির পরমান্ন, রেকাবির শেষ পাতে অম্ল স্বাদতোমাকে মনে পড়ে
দূর হতে দেখিকয়লার উনুনে ধোঁয়া চোখে জ্বলুনি বেলার সুখ
টিনের চালে বৃষ্টির শব্দে রবীন্দ্র শরতের গল্প কিংবা তেলেভাজা গিলছে লুডুর গুটি
জলজমা উঠোনে কাগজের নৌকো, সেদিনও ছিলো খেলাঘর!!

যাদুকরের নেশায় ছুটেছিলো চাকার ঘর্ষণে ছত্রিশ মাইল
মনে পড়ে রাজকুমার, বলেছিলো খুশির মেজাজে চুপকথা
বড়ির রসায় আজও ঝুলছে পুরোনো ব্রিজের পথটা
সোদা গন্ধে ছুটছে গাড়ি, শানকি বরা পান্তাভাতের বোশেখী সকালে আমার প্রাণ!!

একমুঠো স্বপ্ন নিয়ে বাঁচা, একচিলতে জমে থাকা ভালোবাসা
বয়ে যাচ্ছে তিস্তা থেকে টাঙ্গন, আবার টাঙ্গন ছাড়িয়ে যমুনা
একহাতে টিমটিমে হলুদ আলোর অতীত, অন্যপারে যান্ত্রিক যাপন
চরম সভ্যতার সভা থেকে তুলে আনা হারানো বন্ধুর পরিচয়!!

আমি সভ্য হতে চাই, কোকিলের গানে আজও পিছু টানে
ফাগুন এলে এখনো সবাই প্রেমিক-প্রেমিকা হয়ে যায়
স্বল্প সুখগুলো হাতছানি দেয়, মেহগনি পালঙ্ক যদিও যাদুঘরে
তোরঙ্গে ন্যাপথালিন থেকে ওঠে আসা স্মৃতিরা হামাগুড়ি দিয়ে বলে, আমি আছি——