রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

স্নিগ্ধসত্তা সুলেখা


স্নিগ্ধসত্তা সুলেখা

কবির জন্য

থাক ওসব আজ,
জলছোঁয়া সময় বড় স্যাঁতস্যাঁতে।
রোদ পড়ে গেছে বিকেলের তাড়নায়।
প্রাত্যহিক বিষাদ শেষে
কাঠবাদামের গন্ধ নিয়ে হাতফেরতা নোবেল।
উপজাতি পুরোহিতের মন্ত্রপাঠ আর
রবীন্দ্র-হোর্ডিং নিয়ে পাড়ার মোড়ে কবিগান।
আত্মগত অলিখিত কিছু আদর
আয়নায় গাল ছুঁয়ে দেয়।
সীমানা ভাঙা নষ্ট ক্লোরোফিল-প্রেম যেন প্রাত্যহিক অভিশাপ।
হৃৎপিণ্ড পড়ে যায়...ঝনাৎ।
বিকল্পে শিরা-উপশিরায় রবীন্দ্রকথা।
আলজিভে জন্ম নেয় নতুন উপত্যকা।
কবি, তোর জন্য বাঁচি এইভাবেই জন্মান্তরে।
সাদা পাতায় নতুন অক্ষর লিখি আঁচের ধোঁয়ায়,
পুড়তে থাকে সিগারেট ও
হোর্ডিং নিচে বসে থাকা কাচাদাড়ি পাগল।