রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

হীরক বন্দ্যোপাধ্যায়


হীরক বন্দ্যোপাধ্যায়

সৌরপিতা

তুমি যে ছুঁড়েছো শব্দবাণ কাৎ হয়ে আছে
তাতেই দেড়শ বছর
সৌরপিতা তুমি, শুধু কি কবিদের কাছেই
আপামর সিসমোগ্রাফে ধরা সেসব রচনা
জন্ম মৃত্যু সানাই ...হে পচিশে বৈশাখ...
সীমাহারা অন্ধকার থেকে উঠে আসছে
আলোর পিন্ড,গান ছবি ভাস্কর্যের কোলাজ
ভুবনডাঙার মাঠে দু- এক শতাব্দীকাল...
অথচ এখনো তোমার বিষয়ে আমারা
কত কম জানি, তোমার গান
সৃষ্টির থেকে দূরে যে গভীরতা
আমারা বিশেষ কিছুই জানি না
তবে মানসী সোনার তরী চিত্রা চৈতালি
এরা কি শুধুই রচনা...
মথিত হ ওয়ার আশায় মর পৃথিবীর মানুষ
এখনো হাজার বছর অপেক্ষায়...