বুধবার, ২১ জুন, ২০১৭

উপমা



উপমা
ঘরে ফেরার গান
অধরা স্বপ্ন ছুঁতে চাওয়ায়  আছে,
প্রাণের অমোঘ টান
ঠিক যেমন সন্ধ্যে নামার আগে,প্রিয় শহরের বুকে বেজে ওঠে,
ঘরে ফেরার গান |



একমুঠো জীবন
জীবন একমাত্র,
এই একমুঠো আগুন ছুঁতে চাওয়া
জীবন একমাত্র,
পাখি হয়ে আকাশে উড়ে উড়ে
বেঁচে চলা,বাঁচার আনন্দে
জীবন একমাত্র,
এই ক্ষণিকের তরে ,ভালো মাখামাখি
জীবন একমাত্র, এই আমার প্রতিবাদ
যা কিছু আসে
মানবতার শান্তিপথে |




আগুনপাখি
‘....হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে
আমি সেই পাখি হতে চাই,
যার ডানায় ডানায় বিপ্লব,ঝরে পড়বে আগুন
প্রাণের পরশে,বাঁধ ভেঙে
ভাঙবে  শৃঙ্খলতার নষ্টনীড়
আনবে ভোর,নতুন ভোর,
বাজিয়ে আনন্দভৈরবী |






আরণ্যক
সবটুকুই কাঠের জন্য,
বসতীর জন্য,
জীবনের জন্য,
যাপনের জন্য,
কিন্তু অরণ্যের জন্য
একমুঠো উষ্ণতা নেই,
একরাশ ভালোবাসা নেই,
একটুকু অধিকারও নেই ।
[ডুয়ার্স-এ 'জঙ্গল সাফারী' পরিক্রমা শেষে,রচিত।]






কবিতাঘর
আমি একটা ঘর বাঁধবো ,মনে -মনে রোজ,
'কবিতাঘর'
যেথায় থাকবে কবিতা,
ডালে-ডালে,পাতায়-পাতায়,
জানলায়-জানলায়,দরজায়-দরজায়
সিঁড়িতে-সিঁড়িতে,কোনায়-কোনায়
আসবাবে-আসবাবে,
স্নেহ-প্রেমে,কোলাহল-কলরবে |