বুধবার, ২১ জুন, ২০১৭

মোঃ সরোয়ার জাহান



মোঃ সরোয়ার জাহান

ফিরিয়ে আনব শান্তি
--------------------
 এখন রাস্তায় রাস্তায় বঞ্চিতদের মুখর মিছিল
রাষ্ট্র নিঃশব্দে জ্বলে উঠে মিছিলে মিছিলে
একটা কবিতা লেখা হবে বঞ্চিত মানুষের জন্য !

ঝিরিঝিরি বৃষ্টির সাথে সারাটা রাত
বিপ্লবীর চোখ হতাশার ক্রোধে ও ক্ষোভে
শব্দের ধ্বনি ওঠে বিজয়ের কংক্রীটে!
মাথার উপর দিয়ে উড়ে যায়
বিস্ফোরক ভরা হেলিকপ্টার
বোমার বদলে ...
ছোরিয়ে দেয় গোলাপ
বঞ্চিতদের মিছিলে মিছিলে..!
আমি বিব্রত করতলে
নদীর বাঁক ছুয়ে
একে একে তুলে এনেছি ওদের জন্য প্রতিটি গোলাপ!
ফুটেছে শস্য আমি নেব শুধু তার মুগ্ধ দৃশ্য
ভগ্নাংশের পর ভগ্নাংশে খন্ড সাজাতে সাজাতে
জীবনের শেষ শীর্ষে
আমি শীর্ষত্বের অহঙ্কারে নয়
ভালোবাসার আর্দ্রতা দিয়ে
দুরন্ত দুর্নিবার করাঘাতে
দুহাতে ভাঙবো অন্ধকার যত....!

ফিরিয়ে আনব শান্তি
সমস্ত পৃথিবী জুড়ে শুধু বঞ্চিতদের জন্য !
========================




মেঘে মেঘে
--------------
অভিমান হীন নশ্বরতায়
অগ্রাহ্য সাম্রাজ্যের
নেশাতুর চোখ থেকে
নেশা লেগে যায় চোখে
লুণ্ঠনকারী এক-যুগ পরে...!
আবারও...
আবারও সেই বসন্তের হুলুস্থুল
আবারও সেই লাল ফুলের উম্মীলন স্পর্শ !
প্রিয়তমা তোমায় দেখতে দেখতে
ঠিক-ঠাক এই ভাবেই তো ফুড়িয়ে যাওয়া ...!
টসটসে রাতের আকাশের নীল আলো
যেন রূপের কিরীটেরা ম্লান ঘুমে
একে একে ঝড়ে যায় ...;
খসে যায়
পিঁপড়ে জানে,মেঘে রাও জানে তা'
নীলিমার হিমে থাকে শুধু
ঐ-টুকু স্পর্শের স্বাক্ষর
মেঘে মেঘে বৃষ্টিতে বৃষ্টিতে ....!
===================




আমার আমি
-------------
বৃষ্টি তুই আসিস....
ভেবে চিন্তে যখন তখন
তোকে ছুঁতে ছুঁতেই
পৌছে যাবো দেখিস !
অসীমে যে সমুদ্রের বসত
এবার ঠিক ঠাক বাঁধবো ঘর
আমিও পৌছে যাব লক্ষ-হৃদয়ের
গভীর ভালোবাসায় সিক্ত হতে হতে
দেখে নিও  নিঃশ্বাস আমার আমিকে!
======================




বাসনা
---------
পাছে অকল্যাণ হয়
তাই স্মৃতিরা যায় ঘুমে
যেখানে বাঁধা শৃঙ্খলেও
বুকের মধ্যে থরথর কাঁপন
শুধু তুমিই জান ...প্রিয়তমা..!
তবু কেন জানি
দু'জনের পথ চলা একই পথে
এই বৈশাখী ঝড়ো বৃষ্টিতে
ভূমিকম্পে
ব্যর্থ পাগল যে বাসনা
কয়েক সৃষ্টি থেকে
বহু শতাব্দীর পড়ে
রুপসীর অশ্রুরা যেখানে
অবলিলায়
দীগন্ত হয়ে যায়
ভিঁজে শুধু ভালোবাসার নব রঙেরা !
======================




জুন শেষের কবিতা
---------------------
উত্তাল নিশ্বাস তরঙ্গে তরঙ্গে
বয়ে যায়
ইথারে ইথারে
শুধু দুর্বার ইচ্ছায় ছুঁয়ে যায়
পৃথিবীর সব জলেরা
জুন শেষের বৃষ্টি হয়ে
বুকের সবটুকু-চাপা কান্নায়...!
===================