রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ইমেল নাঈম



নদী
ইমেল নাঈম

অনেক দিন দেখা হয় না আমাদের
নদী শিখিয়েছিলো পথ বেঁকে গেলে
অন্যকোনো প্রান্তরে চর জমে।

চরের বুকে কেউ ফলায় সোনালী ধান
শুনেছি ওখানে বারোমাস ফাগুন চিত্র

আমি শুধু নদী দর্শন করি পার্বণে।







বাস স্টপেজ
ইমেল নাঈম

আন্তঃনগর বাস! ফ্রন্ট গ্লাসে লাল হরফে
ঝুলছে বিরতিহীন। আমার হাত ছুঁয়ে থাকে
কোনো হাত! একসময় বাস থামে।

কুড়ি মিনিটের যাত্রাবিরতি। আমরা
একসাথে নামি। মধ্যাহ্নভোজন শেষে আবার...

পড়ন্ত বিকাল পেলে গন্তব্যে বাস থামে
তখন আমার হাতে কোনো স্পর্শ থাকে না।

এখন রোজ দাঁড়িয়ে থাকি বাস স্টপেজে।






ভ্রমণ
ইমেল নাঈম

ক্লান্তি ঝেড়ে ফেলে উঠে দাঁড়াই
যদিও সূর্য ডুবে যায় এই সময়ে

সূর্যাস্ত দেখি না অনেক দিন
পার্কের বেঞ্চটা এখনো আছে
তার কোনো একাকীত্ব নেই।

আমার কোনো ক্লান্তি নেই
শুধু সূর্যাস্ত দেখি না অসময়ে।







ভ্যালেন্টাইন ডে
ইমেল নাঈম

সরু পথ ধরে হেঁটে গেছে
হাত ধরেনি একদম
দুজনের দূরত্ব এক হাত

এভাবেই তারা পথ চলে
ঠিক এতোটা তফাত নিয়ে
কেউ কারো চোখ দেখেনি

এদের মাঝে বন্ধন আছে
চিহ্নিত হবার ভয়ে প্রকাশিত নয়
গোলাপ দেয় নি তবুও
দুজন একই পথের যাত্রী

ষাটোর্ধ জীবনের পঞ্জিকায়
প্রতিদিনই চৌদ্দ ফেব্রুয়ারি।






বিচ্ছেদ
ইমেল নাঈম

একই ছাদ, পাশাপাশি দু'টি কক্ষ
একটি পুরুষ, অন্যটি নারী
একে অপরের গা লেপটে থাকে

অথচ কেউ কারো মুখ দেখেনা
পাশাপাশি সঙ্গ দিয়ে যায়
সকাল থেকে সাঁঝবাতি সময়

প্রণয়ের সব সুখের হিশেবে
আটপৌরে সুখী সংসার।

রাত বাড়লে পূর্ণিমা জানে
দু'জনের মাঝে দাঁড়িয়ে

কয়েকশ মহাকাল।