সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

সুস্মেলী দত্ত


সুস্মেলী দত্ত

ডুব!

মনে করি আমি স্বেচ্ছা চারিটি নই
মনে করি সে ও অনুবাদ আঘ্রান
মনের বদলে শরীর রেখেছি পণ
শাস্তি শাস্তি ভুল যা করেছিলাম

মনের ওপর অযুত ওষ্ঠ ঠোঁট
জিভের ডগায় সূঁ(চালো যন্ত্রনারা
দ্বিরাগমনের  বিদেহী শব্দ যোগ
মেনেছি বেঠিক সত্যি বলছে যারা

ভুল যত ছিল সাজিয়েছি বুককেস
আবর্জনায় কী এমন যায় আসে
মনের ভেতর আরেকটা মন ছিল
মৃত্যু লিখলো কবিতার বাইপাসে






মড়ক

দুহাত দিয়ে হাত বাড়ালো কে ও সর্বনাশ
তোদের নয় তাদের নয় উবু শনির ত্রাস

হাত দেখালি তাবিজ বুড়ো স্মশানকালি মাগো
কালসর্প দূষণ দোষে জলকে চলে বাঘ ও

অসুখ ওলা বিসুখ উলি যমদুয়ারে দুঘা
পেটের জ্বালা ধরছে নাকি মরছে কে ও শুখা

হেই সামালো হেই সামালো ফুত্তি গড়ে মাঠ
স্মশান ধু ধু সত্যি জ্বলে স্বপ্ন পোড়া কাঠ





স্পর্ধা

বারো হাত রোদ সাজিয়ে রেখেছো যত
থরে থরে আঁকা দেরাজের ক্ল্যাপস্টিক
তবুও তোমার নদীর হিসেব নেই
ঝরণা পাহাড় সঙ্গম শতাধিক

ওদের এখন ফুরিয়ে যাবার মাস
যে আছে যেখানে কুড়িয়েছে আনচান
সামনে পিছনে উচাটন কবুতর
বলছে বলবে দেয়ালের আছে কান

ফিসফিস ডাঙা তাহারা জ্যান্ত শব
পাতারা সুস্থ থরথর বাড়ে কমে
তাদের তোদের ওদের হিসেব থাক
বিন্দাস মন ডুবে থাকা তাল সমে

আমি ভালো আছি সকলের জ্বলে বুক
স্বীকার করলো ঈশ্বর উজবুক