সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আবদুস সালাম


আবদুস সালাম

দেশ প্রেমিক

কথা বলতে ভয়ে মরি
দলে দলে মহল্লায় শকুন নামে
স্নান সেরে নিচ্ছি বিষন্ন রোদে

আমরা নগ্ন হতে চাই
এরপরে আর কিছু আছে?
ডুবন্ত পৃথিবীর আবেগ আন্দোলিত হয়
চোখের সামনে খেলা করছে রক্তাক্ত  ভারত

মৃত্যুরং এর টিপ পড়েছি কপালে
মৃত্যুতরঙ্গের ওপারে ভেসে আসছে
দীর্ঘ শ্বাস রং এর উৎসব







অমোঘ কথন

মুখে আঁকা ভাঙাচোরা ভূগোল

বিছানা ছাড়লেই চোখে পড়ে

চেনা মুখে অচেনা অক্ষর উঁকি মারে

দিনেরা ছায়া ফ‍্যালে,বাড়ে রাতের কলরব

অচেনা প্রহর কেঁদে উঠবে জানি

আগে পরের ভাবনায় টালমাটাল স্পষ্ট বিন‍্যাস







প্রয়াস

হেমন্তের কুয়াশায় লেপ্টে আছে ব‍্যর্থ কথা
চিলের ডানায় লেখা তার রক্তাক্ত  আহ্বান
অতীত কথা বুনে চলেছে পরিশ্রমী শালিক

জীবনের ধার গেছে ক্ষয়ে
শিশিরজল ভরে চলেছি ক্লান্ত থালায়

বাঁকা চোখে তাকিয়ে দেখি রাতের যন্ত্রণা
ছেঁড়া মানচিত্রের উপর পড়ে আছি
পাঁজর ছিঁড়ে লিখে দিলাম ভালোবাসার চিঠি