রবিবার, ২১ জুলাই, ২০১৯

সুধাংশুরঞ্জন সাহা


সুধাংশুরঞ্জন সাহা

অনুভূতিমালা : এক 

রাতের দেবদারু গাছ পাতায় পাতায় বাজে
কান্নাভেজা প্রেমে ।
গোপন ভ্রমণশেষে ছুঁয়ে দেখে
ঠোঁটে লেগে থাকা দহনের দাগ,
ছলাকলার তরবারিতে কুচিকুচি ভালোবাসা ।
অথবা রন্ধনপ্রণালীর অনুভূতিমালা ।









অনুভূতিমালা : দুই

ভোরের পথে চলতে চলতে রোজই সকালের দেখা পাই ।
সকালকে দুপুরের কাছে গচ্ছিত রেখে ফিরে আসি নিজের ঘরে ।

দুপুর নানা রাস্তা ঘুরে বিকেলের নিকট এলে
আমি বিকেলের সঙ্গে গল্পে মেতে উঠি ।
বিকেল মুখ লুকোয় সান্ধ্য গোধূলির কাছে ।
আমি সন্ধ্যার কাছে মনখারাপের ঝুলি নামিয়ে  রেখে
ফিরে যাই রাত্রির কাছে,  ঘুমের রাজ্যে ।
ঘুমের ভিতর চাকা ঘুরে যায় ....
দর্শনে বিজ্ঞানে মাখামাখি হয় জীবনের বর্ণমালা।








অনুভূতিমালা   :  তিন

যাপন ঘিরেই ছিল যাবতীয় নির্মাণ ।
অথচ আজ সব বিচ্ছিন্ন দ্বীপ !
কেউ কারো মনের খোঁজ রাখি না ।
নদীর জল কমছে দ্রুত
ফসলে কীটনাশক
আর হারানো দিনগুলোর
বারুদ ধিকিধিকি জ্বলছে অবিরাম ।
#
আমার একা কাটে সারা দুপুর ।









অনুভূতিমালা  :  চার

কাঠামোয় যথাযথ মাটি লেপে দিলে হয় শিল্প।
কিন্তু মাটি ধুয়ে গেলে প্রকাশ্যে ধরা পড়ে কলঙ্ক।









অনুভূতিমালা  :  পাঁচ

আমি তো চেয়েছিলাম মাটির সংসার,
অথচ পেলাম দোষারোপের পৃথিবী ।