সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

ঝুমা মল্লিক


ঝুমা মল্লিক

পৌষের চিঠি

এলাম শহর ছেড়ে দূরে,বহুদূরে।
মন কেমন করা এক বিকেলে তোমায় খোঁজে মন।
তারপর পৌষের রাত, এ কেমন রাত?
কুয়াশায় ঢাকা পথ পেরিয়েছি , একা কেবলই একা
আর কতো রাত পেরোলে তোমায় পাবো জানিনা।
শূণ্য পথে, এ কোন ছায়া? কে?

পৌষ তো উৎসব,
আঙিনায় আতপ চাল রোদ মাখে।
আর চারাগাছ চাঁদ দেখে কেমন হেসে।
বাহারি ফুলের গন্ধ পাই। দোলা লাগে বুকে।
মন খারাপের দেশে,সুখতারা আসে।
পিয়ালি ফুলের গন্ধে নেশা হয় খুব বুঝেছি।
মাদল বাজে ওই,সুর তালের জাদুকরী।
এ কোন পৌষ?
এতো উৎসব কেন চারিধারে?








যীশু

জন্মদিন তোমার।
বড়দিন আমাদেরও।
শহরে আজ ও শীত তেমনি ই।
আলো ঝলমল করছে শহরের সব প্রান্তে।
কেকের দোকানে উপচে পড়ছে ভিড়।কেক চাই।

কে কোথায় আছো? কেউ কি জানো?
প্রভু কেমন আছেন?
তোমার ক্ষত বিক্ষত শরীরে যন্ত্রণা হয় প্রভু?
রক্ত যা বয়ে গেছে, মিলেছে হিসেব তার?
তোমাকে যারা আঘাত করেছে,
তারা কি আজও লজ্জা পায়?

শহর যখন উৎসব করে তোমায় নিয়ে,
আজও আমি তোমার মৃত্যু যন্ত্রণা দেখেছি।
আলোর উৎসবে তোমার আলো মাখা মুখ খুঁজছি
কোথায় ,কোথায় পাবো?
কষ্ট হয়,খুব কষ্ট হয়____
ভালো থেকো যীশু।
প্রনাম নিও।







শীতকাল

শীত আসবে বলেই উত্তরের খোলা জানালা।
জানালা বেয়ে উঠে আসে একফালি রোদ।
পূব আকাশ জুড়ে রোদের মাখামাখি দেখে
শোকের বীজগুলো সেঁকে নিয়েছি ওই রোদেই।
শীত সুখের খোঁজ করেছি পুরনো আসবাবপত্রে।
ক্যানভাসের ধুলোবালিতে এক শীতের রাত আসে
আঙিনায় ফুলেরা রোদ সুখএঁকেছে,আর
হলদেটে পাতাদের হেরে যাওয়ার গল্পেরা
আজ কঠিন সুখ খোঁজে।
আমি এক বুক শীতে হেঁটে যাই দূরে।
খোঁজ করি নতুন শীতের।







বিবাহ

জীবন,দুটি জীবনের সন্ধিক্ষণ।
মন্ত্রপাঠের পূর্ণতা, আর্শীবাদী ফুল।
আলো, পর্যাপ্ত আলোর সন্ধান।
একটি ঘর,দুটি শরীরের মায়া ।
সম্পর্কের মধ্যে ছায়াপথ।
ঘরের মধ্যে বৈবাহিক ঘরের খোঁজ।
পূর্ণিমার রাতে চাঁদের আলো দেখার যন্ত্রণা।
ভাত ডালের খোঁজ,যতই মন বাসি হোক।
সম্পর্কে আলো চাই,অনেক আলো।
ধুলোবালি ঝেড়ে ফেলে, ধূপধূনো জ্বালো।
আমি আলো খুঁজেছি, খুঁজেছি সিদুরকৌট।







অসুখ

শীত এখনও বুকের খাঁচায়, জীবিত
বুকের বামদিক জুড়ে এক অভিমানী অসুখ।
যন্ত্রণা হয়,ভীষণ যন্ত্রণা। বুঝবেনা জানি।
এখনও কত কত মেঘের আনাগোনা,
রোদ আসবে না জানি, তার পর চেয়ে আছে চোখ
উত্তরের বাতাসে অসুখ,শরীর ছুঁয়েছে কেমন।
পুড়ছে বাতাস,পুড়ছে ,জ্বলছে অভিমানী মন।
হলদেটে পাতাদের শোক ছুঁয়েছে সবুজ ঘাস।
ঘাসের দল ভিজছে, কুয়াশা যখন
বহুদূরে নদী ঘাটে জোয়ার তখন।
তারপর,
নদী ঘাটে ধূপ, দ্বীপ, আতরের গন্ধ।
আগুন সুখে, শান্তিতে ঘুমের দেশ।