রবিবার, ২১ আগস্ট, ২০১৬

হাসিদা মুন



হাসিদা মুন

শরতের আকাশে ছড়াক - ছেড়া  দশপংতি   -

#
চিন্তাগুলোকে সাঁজালেই
হয়ে ওঠে  মন্তব্য
আশাহতরা বহুপথে হাঁটে
একটি পথেই গন্তব্য ...




#

জীবনে মানুষের অভাব নেই
মানুষে জীবনের অভাব

একাকিত্বের হৃদয় কথা বলতে পারে
সেখানে শুধুমাত্র দরকার অনুভব .........




#
প্রতিশ্রুত নয়
প্রত্যাখ্যান নয়
নির্ভরতা জাগে মনে

সংশয় নয়
অংশও নয়
পথচ্যুত হয় টানে ...




#
জীবন দখলদারিত্বের সম্পত্তি নয়
শুধুই আগলে রাখা চায়
সহজ ভালোবাসায়
গিঁট কষে দিলেই সে বিষিয়ে যায় .....




#
পরিচিত সমীকরণ
পরিমার্জিত গোপন
প্রচলিত স্থাপন
প্রণয়ে নোঙ্গর বাস্তবায়ন .....





#
এর মতো
ওর মতো
তাঁর মতো
কেন রে মন ?
চল, বাঁচি দু' চারটে দিন-
যা বাঁচি তা' নিজের মতোই করে
নেকাবে নাক গুজে নয়
টান টান গভীর শ্বাসে হৃদয় পাঠ নিমগ্ন অন্তরে ......




#
প্রকৃতি লিখে রাখা এক পাণ্ডুলিপি
তুমি আমি তাঁর সবাক শিল্পকর্ম
মুদ্রণে এঁকে যাই
ধারণাকে ধার করে
স্বাগত হৃদয় প্রসারে পথভোলানো ধর্ম ......




#
প্রতিটি
কিছুকেই
খোঁজা
হয়
সফল
হামাগুড়ি
দিয়েই ...




#
আকাশের উদাসী বাতাসে উড়েচলে - এক 'মরদেবী'
তার উড়ন্ত চুলের সুগন্ধী - যে পায়
সে আর - থাকিবার অপেক্ষায় থাকেনা
রাখেনা নিজেকে আটকে রাখার - কোন চাবি .....




১০ #
হে' মোর বিমুঢ় দয়িত
একটা কিছুতো - বলো
খারাপ কিংবা ভালো ......