সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

শাহানারা ঝরনা

 


শাহানারা ঝরনা


তোমার কাছেই


মন খারাপের গল্পকথাগুলো

একটা সময় তোমার কাছেই শেখা

স্মৃতির বাতাস পর্যটনে গেলেও

সে সব নিয়ে হয়না কিছুই লেখা

সকাল বিকেল ভুল হিসেবের খাতায়

টুকিটাকি হয় কতো কি জমা

প্রণয়মোহের উল্টো নিয়মরীতি

জানলে সেটা কেউ করে না ক্ষমা

বুকের ভাঁজে রূপকথা দিন  ঢেকে

পুতুলবাসর সাজায় কতো নারী

বিপদ ভয়ের ঘোর না কাটার আগেই

হঠাৎ আসে বিষাদ মহামারি

 কাজলটানা চোখ ভিজে যায় জলে

যায় হারিয়ে সুখমহলের চাবি

ভর্ৎসনাতে কেউ বা বলে তাঁকে

হে নারী তুই শান্তি কোথায় পাবি?

হলদে স্বপন বিবর্ণ হয় ক্ষোভে

প্রণয়ীদিন তোলে বিষেরফণা

ভালোবাসা আগলে রেখেও বুকে

সারাজীবন হয় না বনিবনা।


মনখারাপের দিনগুলো হয় বড়

দীঘল কোন দুঃখ রাতের মতো

ক্রান্তিকালের জোয়ারভাটায় পড়ে

দৃষ্টি কেবল হয় যে অবনত

রতনচূরে হাত দু'খানি বেঁধে

রত্নবণিক হারায় তেপান্তরে

মনকথা হয় স্রোতস্বিনী নদী

দুইচোখেতে ব্যথার বাদল ঝরে

নারী তোমার মুক্তিস্নানের আশা

নিসর্গময় হয় না কোনদিনই

তবুও তো বংশ পরম্পরায়

তোমার কাছেই থাকে সবাই ঋণী

আসল ফেলে নকল মোহরদানা

সম্মোহনে নিচ্ছে যাঁরা তুলে

জীবন বাঁকের শেষ মোহনায় এসে

ঠকে তাঁরা নিজেই নিজের ভুলে।   

 


 

হঠাৎ থামে 


কুসুম কুসুম মন

ভুল ঋতুতে গাঁথে আহা

ক্রন্দসী বন্ধন!


কুহক সময় কেঁপে ওঠে যায় হারিয়ে সুখ

গ্রহণলাগা আয়নাজুড়ে কার দেখি চাঁদমুখ?

বেতসবনের কৈশোরী দিন লুকোয় অভিমান

জটিলতার মাঝেও বাড়ে নিবেদনের টান !


আগুন আগুন ফুল

দেখলে কেন নষ্ট মানুষ

বাধায় হুলুস্থুল,!


দিন না যেতেই সন্ধ্যা নামে বিষাদ চারিপাশ

স্বর্ণচাঁপা  ফেলে চলে নোংরা ধুলোয় বাস ।

আঙুরবেদন হয় অভিশাপ কাতর হৃদয়কোণ

অনাদরেই পড়ে থাকে সখের মুঠোফোন ।


জোনাক জোনাক দিন

পরকীয়ার ফ্রেমে বাঁধে

দুঃখ অমলিন ।


সঙ্গতিকে আড়াল করে একটা কিছু চাই

অবাক হয়ে দেখি আমার পাশে কেহ নাই

ঐশীবাণীর মর্মধ্বনি দেখায় না আর পথ

মধ্যপথেই হঠাৎ থামে জয়োৎসবের রথ !!     

 

 

ইচ্ছে পথের বাঁকে


ইচ্ছেগুলো ঘূর্ণায়মান ঘুরছে কেববল দিনে রাতে

তোমার আমার ইচ্ছেবাড়ি তাই ভরে না পূর্ণতাতে

সাক্ষী তো ওই আকাশ বাতাস সাগর নদীর উতলধারা

ওদের সাথে সখ্যে মেতেই ইচ্ছেরা হয় ছন্নছাড়া

চিহ্নবিহীন রূপরেখাতে নয় বাঁধা নয় জীবনটা যে

স্বপ্নাবেশের নূপুরধ্বনি তাাই বাজে না বুকের ভাঁজে।


ইচ্ছে হলেই সামনে আসে গুচ্ছকথার পদাবলি

গোলাপ মনের ভুল ভাঙাতে তবু কিছু দিই অঞ্জলি

মাঝে মাঝে নিসর্গময় হয় বনানী সবুজপাতা

কাব্যগীতির মিথস্ক্রিয়ায় যত্নে সাজাই মনের খাতা

এখনও তো উৎসবী দিন দূর অতীতের খবর রাখে

মেলে দিয়ে ইচ্ছেডানা আমি হারাই নিঝুমবাঁকে

ফুলজোনাকি ইচ্ছেগুলো দিব্যি ওড়ে হৃদয় বনে

পরকীয়ার প্রণয়গাঁথা বিস্ময়েতে সবাই শোনে

ইচ্ছেরেণুর পাপড়ি ছু্ঁয়ে নকশিবুনন মায়ার রেখা

স্মৃতির ঘরে মনটি রেখে হয় কতো কী নিত্য শেখা ।