সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

হরেকৃষ্ণ দে

 


হরেকৃষ্ণ দে


নিষিদ্ধ রজনীগন্ধা


লুকোনো আলো,লুকোনো বাতাস

লুকোনো মনের তৃপ্ত  বারান্দা৷

লুকোনো ছোঁয়া লুকোনো ভাষা

জীবন পথের নিষিদ্ধ রজনীগন্ধা৷


লুকোনো আলাপ,লুকোনো হাতে হাত

লুকোনো আলোর যত তাপ উত্তাপ৷

লুকোনো সময় লুকোনো স্বপ্ন

জীবন পথের আড়ালে জীবন ছাপ৷


লুকোনো ঝিলে,লুকোনো মনপিপাসা

লুকোনো ফুলে লুকোনো প্রজাপতি৷

লুকোনো বুকে লুকোনো আলিঙ্গন

লুকোনো প্রেম জমে ওঠে যথারীতি৷

 

 

অন্য বারান্দা


গুমোট বাতাস ভাল্লেগা না আর

সুযোগ বুঝে অন্য বারান্দায়৷

চোখের পাতায় জীবন সুরকার

প্রেম লেখা নিষিদ্ধ এ পর্দায়৷


অই যুবকের বুকে রেখো না মাথা

চলে এসো অন্য বারান্দায়৷

ঝর্ণা সমেত পাহাড়,স্রোত সমেত নদী

খুঁজে নিও নিষিদ্ধ ভালোবাসায়৷


স্পর্শ আঁকা,তৃপ্তি ছায়া শীতল শরীর

ছুট দিও গোপন প্রেমের ঘোড়ায়৷

গোলাপ গুলো পাল্টে দিও ফুলদানির

অল্প সুখের পাট্টা দিয়ে মন বাঁধায়৷

 


ভালোবাসার ল্যাম্পপোষ্ট


একদিন দুপুর রঙের স্বপ্নে ভিজেছিল চোখের প্রতীক্ষালয়৷সব সাজানো বৈধ ঘাসের ক্লোরোফিল চোখ শিশিরের অন্তরে ডুব দিয়েছিল৷ একদিন লোড্‌শেডিং এর পোশাকে নতুন পথে হারিয়ে যাবার যাবতীয় নেশার স্পর্শ গুনে গুনে আঁচলে বেঁধেছিলাম৷


সমাজের আয়না থেকে নির্গত পরকীয়া ধোঁয়ায় বুকের জলফোস্কা টনটন করে ওঠে৷ বার বার জিজ্ঞেস করতে থাকি৷ভালোবার কি কোনো সীমানা আছে?শুধু ঠিকানা বলে দ্যায় ভালোবাসার ল্যাম্পপোষ্ট৷