সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

গৌতম কুমার গুপ্ত

 


গৌতম কুমার গুপ্ত


পরকীয়া ১


গল্পের সঙ্গে একটা গুজবও থাকে

গল্পগুজব


গল্পের গুজবটা হল এক যে ছিল রাজা

তার দুই রাণী সুয়োরাণী দুয়োরাণী

এসব পুরোণো ঠাকুরমার ঝুলির গল্প


এসব গল্প এখন আর নেই

এখনকার গল্প হল

প্রথমটা স্বকীয়া দ্বিতীয়টা পরকীয়া


পরকীয়ার বাধা থেকে

দুজনের ছক কষা অঙ্ক

শেষমেষ জেলবন্দী জীবনের গল্প


 

 

পরকীয়া ২


পর্দাজুড়ে দুটি চোখের আনন্দিত বাহার

আহা, রাতবিরেতে অন্য একটু আহার


ঘরের ভেতর রেকাবশুদ্ধ শ্রীমুখের ঝাল

এমনি করেই কেটে গেল বহু বর্ষ কাল


ছাদের ওপর চুপিসারে পরকীয়ার মুখ

অন্ধকারে একটু আলো মনভুবনের সুখ


বিপদ আপদ ভুলে ঝাঁপ দিয়েছে জলে

পারাপারের সাঁতারজলে পিছলে রসাতলে


ডুবে গেলে হাবুচুবু তবু ডুবতে চায় চোখ

পরকীয়ার মন তো চায় কে ঘোচাবে শোক

 


পরকীয়া ৩


কে যেন ঠোঁটে চুম্বক নিয়ে আসে

প্রখর বিপরীতে মেরুর টান

চেনা গন্ধের সাথে ঢিলেঢালা সমমেরু

চুম্বকে ধরে না আর ত্বরণের মৃদু টান


শুকিয়েছে জলধারা একটি বারিসিঞ্চন চাই

অজানা মেঘের ডানাগুলি ঘুরে ফেরে

পানপাতা মুখে সিঁদূর দিয়েছে কেউ

প্রেমিকা কখন পরকীয়া হল পাশের জানালায়