শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

শুভশ্রী সাহা


শুভশ্রী সাহা

নির্বাসন

দীর্ঘ নির্বাসনে যেতে চাই ফেলে দিয়ে সব
যত মায়াকুটো আছে চারপাশে,
একা হতে চাই রাঙচিতের বেড়ার ফাঁকে গলে
আসা তেরছা রোদের মত
যত কোলাহল স্তিমিত হোক শুধু থেকে যাক
একটানা ঝিঁঝিঁ  ডাক
দহনের পরে নেমে আসুক তীব্র ধারাপাত
অঙ্গুলি জুড়ে শিথিলতা শিশির

আত্মমগ্নতায় হেরে যায়  স্মৃতি কথা
রঙ মুছে গিয়ে  সাদা জুড়ে প্রতিটি পাতা
শেষ রাতে  আকাশ জুড়ে ছেঁড়া  আলোর ছটা
হননের  আগে বধ্য ভূমি তে  সবাই একা....







কালবেলা

ক্ষমা লিখছি এখন, যাবৎ অপারগতায়
মেরুদন্ডকরণ সোজা হয়নি জন্মলগ্নে

নামকরনে গভীর দ্বিচারিতার আঁকি বুকি
তবু মানুষ,  ভেবেছি মনে মনে
ক্ষমা লিখেছি যাবৎ মিথ্যার গল্পে
সূযোগ সন্ধানী দুপুরে স্পর্শের ছল চাতুরী
সাজানো প্রতিশ্রুতিতে আঁশটে ভোরবেলা
কাপুরুষ জানেনা প্রত্যাগত তার কালবেলা---