শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

অমিত পাটোয়ারী


অমিত পাটোয়ারী

চুপ

আমরাই শেষ
তবু মেয়েটি আজও ভাবছে যেকোনো কুশল প্রশ্নেই
তিনি খুব ভীষণরকম চুপ

পরিচিত কবিটির কাছে
শান্ত এস এম এস ...
মঞ্চে শিমুল নামাঙ্কিত চরিত্রেই
নামতে নামতে একজন বন্ধু
                      নামতে নামতে
দেহ থেকে অবিরাম টেবিলে ফেলে দিচ্ছে রূপ







জলজ

যাবতীয় মানুষের নদী        শিশু
যাবতীয় মানুষের বন         খল
ত্রাণ এলে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে
মানুষেরই পায়ে ঠ্যাকে জল
বেগুন রান্না হয়
মাংস রান্না হয়               বেড়াল
জল শুধু জল শুধু






ছোটো কবিতা

এখন ছোটো কবিতা লেখার সময়
এত ছোটো , যে
সন্তানকে স্বীকার করা যায় না
শহরটাকে মনে হয় গিরগিটির পেট।
বাবা-মা মারা যাওয়ার পর
মানুষ ছাড়া
আমি ঠিক কারও না কারও
বাচ্চা হয়ে যাব।

                      জেনে রাখো ডাল