সোমবার, ২১ মার্চ, ২০১৬

মেহেরাব শাহরিয়ার


"একাত্তর"
মেহেরাব শাহরিয়ার

চৌদ্দ আর একুশে বিভ্রান্ত অপরাজিতা-
এইচডি স্ক্রিনে তুই,
ভুল সপ্ন দেখেছিস।
তুই জানিস না-
ওসব হলুদ বাড়ির গেটে আর লিখা নেই
কুকুরের মালিক হতে সাবধান।
জানিস না যে, ফুঁসে ওঠা প্রানের,
ছয়ের দাবী নিজেই
আজ বিশাল এক কৃষ্ণ গহ্বর-
গিলে খাচ্ছে রোজকার আমাদের ভালোবাসা।
তাই কয়লা পোঁড়া
ভাতের হাড়িতে সেদ্ধ হচ্ছে -
নতুন এক খাবার- একাত্তর।
.







সল্পদামী আকাশ
মেহেরাব শাহরিয়ার

সল্পদামী বিল্ডিং এর উপরের আকাশটাও অল্পদামী,
নীলকন্ঠে টিন্টমোড়া গল্পে এদের জায়গা হয় না, জানিস?
যদিও তোদের বহুরূপী রাত গুলো এখানে অলস কুড়ে-
বুকপকেটে গড়ে তুলে প্রতিনিয়ত হাজার হাজার বৃদ্ধাশ্রম।
.
তবুও তরল ঘুমে আজও কিছু হোমারেরা স্বপ্ন দেখে-
তাদের স্বপ্ন বিকলাঙ্গ হলে সাদাকালো নয়-
ক্রেডিটকার্ডের মত ঋণগ্রস্ত নয়।
.







মেহেরাব শাহরিয়ার
ক্যাথিড্রাল
বনিক কন্যা,
বেহিসাবী ভালবাসারা আজ
কত দরে বিক্রিত হবে?
শুনলাম ক্যাথিড্রাল রুপকথায়-
ব্যাংক ব্যালেন্সেরা ডেকেছে নিলাম।
ওদিকে কাকেয়া রোদ্দুরে ভিজে,
প্রেমিক যে ইন্সটলমেন্টে
রুপকথায় জীবন কিনবে বলেছিল-
বেমালুম ভুলে গেলি কি করে?
ভুলে যাওয়া যদি
ধর্ম হয়ে থাকে তবে শুনে রাখ-
ঐ ক্যাথিড্রাল শুধু ব্যাক্তিগত রুপকথার জন্ম হয়-
জীবনের নয়।







মেহেরাব শাহরিয়ার
এলোকেশী সন্ধ্যা।

কখন কোথায় কিভাবে জানি
সে বলেছিল ভালোবাসি।
তারপর কেটে গেছে অনেক সমুদ্ররাত
এলাচি গাছের নিচে।
তখন শব্দরা কথা না বললেও
জেনেছি ভালবাসিস।
এরপর কখন কোথায় কিভাবে জানি,
সন্ধ্যা তারার খোজে বেরিয়েছি।
মখমল কার্পেটে মুড়িয়ে নিয়েছি নিজেদের।
এখন শব্দরা কথা না বললেও
এলোকেশী আমি জানিনা,
ভালোবাসিস কিনা।

.






অদ্ভুত
মেহেরাব শাহরিয়ার

সত্যি বলতে কি,
জেনে নিয়েছি ঢেড় আগে,
অত-শত ঢেউ গুলোকে,
সন্ধার বুকে-
আর কখনোই খুজে পাব না।
আজ নিজেকে বুঝিয়ে বলেছি-
মুগ্ধতার শরত গুলো,
আটকা পড়েছে-
স্মার্ট উইজেট ক্যালেন্ডারে।
তাইতো; ওরা সন্ধার বুক চিরে
বানানো আবাসন দেয়ালে লিখেছে-
"এখানে সপ্ন দেখা নিষেধ।"
বড্ড অদ্ভুত আমরা!
কত স্বাভাবিক ভাবেই না,
প্রতিদিনই অপ্ল পল্প করে সবাই- মরে যাই।







সমগ্র ভালবাসা সাড়ে পাঁচ টন
মেহেরাব শাহরিয়ার

বণিক কন্যা,
শুনেছি-
পৌরাণিক রাজকুমারের জন্য
নিজেকে নিয়ে বাঁচতে জেনেছিস;
নতুন নতুন বুলিতে শুনলাম-
এখন আবার গল্পও করিস।
তবুও বলি কি-
ভাল থাকিস, বাঁচিয়ে রাখিস,
রঙ বেরঙের লেন্স দুটোতে
নতুন জীবন দেখতে থাকিস।
আর...ও হ্যাঁ! শুনে রাখিস-
প্রাইভেট সব ছোট যানের ভীরে.
ছেঁড়া স্যান্ডেলের ধুলগল্পে
তোর জন্য আমার
ভালোবাসা সমগ্রটা আজও;
সাড়ে পাঁচ টনই আছে।
.